প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) কয়রা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস ও সদস্য সচিব নুরুল আমিন বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২১ আগস্ট কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে দলের এক বর্ধিত সভার মাধ্যমে ৭টি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
দলের গঠনতন্ত্র অনুযায়ী সকল ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়েছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু ও কয়রা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস এবং সদস্য সচিব নুরুল আমিন বাবুল। কমিটির নির্বাচিত আহবায়ক ও সদস্য সচিবরা হলেন আমাদী ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সদস্য সচিব প্রভাষক আবুল কালাম আজাদ, বাগালী ইউনিয়নের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মিস্ত্রি সদস্য সচিব জিএম আঃ গফফার, মহেশ্বরীপুর ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব জিএম নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডিএম নুরুল ইসলাম সদস্য সচিব জামাল ফারুক জাফরিন,কয়রা সদর ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান মনি সদস্য সচিব জিএম মোস্তাফিজুর রহমান, উত্তর বেদকাশি ইউনিয়নের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সদস্য সচিব শেখ মাসুদুর রহমান, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আহবায়ক এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু ও সদস্য সচিব মোঃ কোহিনুর আলম। কয়রার ৭ টি ইউনিয়নের নব গঠিত বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দরকে উপজেলা বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।