২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৪১

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইলিশ যাচ্ছে ভারত দাম বাড়ছে দেশে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

 

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ইলিশ মাছের রপ্তানি। এদিকে ভারতের চাহিদা মেটাতে দেশের বাজারে বেড়ে গেছে ইলিশের দাম। এমতাবস্থায় সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরেই থেকে যাচ্ছে রুপালী ইলিশ।

জানা যায়, চলতি বছর দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ইতোমধ্যে কয়েকটি ইলিশ মাছের চালান ভারতে পৌঁছে গেছে। যার প্রভাবে দেশীয় বাজারে ইলিশের দাম বেড়েছে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।

চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ জানান, গত বছর একই সময়ে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। কিন্তু এবার তা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

তিনি জানিয়েছেন, খুচরা বাজারে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ৬২৫ টাকা আর ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের প্রতি কেজি ৯২৫ টাকা, এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১০৫০ টাকা এবং এক কেজির ওপরের ইলিশ প্রতি কেজি ১২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ব্যবসায়ীর মতে, গত দুইদিন যাবত এখানকার বাজারে দেড় থেকে দুই হাজার মণ ইলিশের আমদানি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দেশের ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এ কারণে বাজারে ইলিশের আমদানি বাড়লেও দাম কমেনি।

  • শেয়ার করুন