৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:৫৬

শিরোনাম
পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সাথে বিএনপির মতবিনিময় মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল কয়রায় শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা  কয়রায় বৈষম্যবিরােধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কয়রায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময়

কয়রায় দুর্বৃ‌ত্তের আগু‌নে দোকান পু‌ড়ে ছাই

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতি‌নি‌ধিঃ খুলনার কয়রা উপ‌জেলার এক‌টি খুচরা সার ও কীটনাশক বি‌ক্রয় কেন্দ্র আগু‌নে পু‌ড়ে ভ‌স্মীভূত হ‌য়ে‌ছে। সোমবার দিবাগত রাত ১টার দি‌কে মহারাজপুর ইউনিয়‌নের দেয়াড়া গ্রামস্থ মেসার্স সিয়াম ষ্টোর আগু‌নে পু‌ড়ে নিশ্চিহ্ন হ‌য়ে যায়। দুর্বৃত্তরা আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে দিয়েছে ব‌লে দা‌বি ক‌রেন স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান সানা। এ বিষ‌য়ে কয়রা থানায় এক‌টি জি‌ডি করা হ‌য়ে‌ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধ‌রে উপ‌জেলার দেয়াড়া বাজার মো‌ড়ে স্বনা‌মের সা‌থে সার ও কীটনাশ‌কের পাশাপা‌শি মা‌ছের খাবা‌রের ব‌্যবসা ক‌রে আস‌ছে স্থানীয় ইউপি সদস‌্য আব্দুল মান্নান সানা। তার ব‌্যবসা দেখাশুনা ক‌রেন তার পিতা মাহবুল আলম সানা। সোমবার (২৫ ন‌ভেম্বর) মধ‌্যরা‌তে দোকান‌টি‌তে আকস্মীক জ্বল জ্বল ক‌রে আগুন জ্বল‌তে দে‌খে এলাকাবা‌সি ইউপি সদস্যকে ফোন করেন এবং ফায়ার সা‌র্ভিস‌কে অবগত ক‌রেন। পরবর্তী‌তে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ত‌বে তারই ম‌ধ্যে দোকা‌ন ঘরসহ সকল পণ‌্য পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। স্থানীয় ইউপি সদস‌্য ও দোকা‌নের স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমা‌দের দোকা‌ন আগুন ‌দি‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে। আমা‌দের ‌দোকানসহ সব সার, কীটনাশক ও আসবাবপত্র পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও পু‌ড়ে গে‌ছে। এতে আনুমা‌নিক ৪ থে‌কে ৫ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। কয়রা উপ‌জেলা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের টিম লিডার আব্দুস স‌ালাম জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সা‌র বি‌ক্রেতার দোকা‌নের সব পু‌ড়ে গে‌লেও পাশ্ববর্তী দোকানগু‌লোতে আগুন লাগ‌তে পারেনি। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌য়ে‌ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়‌নি। কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল ইসলাম ব‌লেন, এ ব্যাপারে দোকানের মালিক আঃ মান্নান থানায় সাধারণ ডায়েরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • শেয়ার করুন