১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:৫১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়রায় বিএনপির ৮ নেতাকর্মীর পদ সাময়িক স্থগিত

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা অভঙ্গের অভিযোগে কয়রায় বিএনপির ৮ নেতাকর্মীর পদ সাময়িক স্থগিত করা হয়েছে। আজ শনিবার কয়রা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলা বকস ও সদস্য সচিব নুরুল আমিন বাবুল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পদ স্থগিতরা হলেন কয়টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বেল্টু, এম এ হাসান, আবু সাঈদ বিশ্বাস, সদস্য শেখ আব্দুর রশিদ, কহিনুর আলম, আব্দুস সামাদ, জিএম হাবিবুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জ্যেষ্ঠ নেতাদের নামে কটুক্তি করায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন কয়রা উপজেলা বিএনপি।

  • শেয়ার করুন