২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:৩৫

কয়রায় সিএসও কমিটির ত্রৈ-মাসিক সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান
(সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা ১৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী
সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-
সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর
কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ
ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
করেন উপস্থিত সদস্যরা।

কয়রা উপজেলা সিএসও কমিটির সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম,আবদুল মালেকের
সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন পরিত্রানের হিসাব রক্ষক উৎস দাস,
সিএসও সংগঠনের সহ-সভাপতি ও আইসিডির প্রতিষ্ঠাতা
আশিকুজ্জামান আশিক, সহ সাধারন সম্পাদক ও মানব কল্যাণ
ইউনিটের প্রতিষ্টাতা মোঃ আল আমিন ফরহাদ, সাংবাদিক মোঃ
রিয়াছাদ আলী, ফরহাদ হোসেন, কয়রা উপজেলা জলবায়ু পরিষদের নিরাপদ মুন্ডা, সিএসও কমিটির সদস্য ধীরেশ মাহাতো, মুর্শিদা খাতুন, অভিজিত মহালদার, কোমলেশ মন্ডল, সাধনা মুন্ডা, মিলন মুন্ডা, শিউলী মুন্ডা প্রমুখ।

সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ,যৌন হয়রানী প্রতিরোধ, শিশু শ্রম ও পাচাররোধে করনীয় বিষয় সহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন