৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:৪৫

শিরোনাম
পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সাথে বিএনপির মতবিনিময় মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল কয়রায় শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা  কয়রায় বৈষম্যবিরােধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কয়রায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময়

কয়রায় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মত্যু

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা) প্রতিনিধি ঃ- খুলনার কয়রায় ধানের জমিতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুজন (১৮) নামের এক ষুবকের মৃত্যু হয়েছে। মৃত সুজন পুর্ব মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর ছেলে। জানা গেছে, গত ৩ নভেম্বর ভাের বলায় সুজন তার ঘেরে আটনে মাছ ঝাড়তে গেলে ঘরের পাশ মত নজরুল সানার ছেলে শীলন সানা তার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। ওই ফাঁদে জড়িয়ে তার মত্যু হয়। মৃত সুজনের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকালে আমার ছােট ভাই ঘেরে পাতা আটন ঝাড়তে যায়। তার আসতে দেরি হওয়ায় খুজতে যেয়ে দেখতে পাই শীলনের ধান ক্ষেতের পাশে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তিতে পুলিশকে খবর দেওয়া হয়। এ ব্যাপারে জমির মালিকের সাথে কথা বলার জন্য যােগাযােগ করেও কথা বলা সম্ভব হয়নি। কয়রা থানার ওসি (তদÍ) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মডিকেল কলেজ হাসপাতালে পাঠানাের প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন