২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৩০

কয়রায় যুবদল নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়র উপজেলা দক্ষিণ বেদকাশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে ১৫ ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় দক্ষিণ বেদকাশী ঘড়ি লাল বাজারেএক বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন সহ হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে একই এলাকা বাসিন্দা আব্দুর রাজ্জাক সরদার নামের ব্যক্তি এই মিথ্যা মামলাটি দায়ের করেছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলা দায়ের কারি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলিটি ঘড়িলাল বাজারে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান টুটুলের সভাপতিত্ব ও মোঃ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ডিএম জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক, আইয়ুব খান, তরিকুল ইসলাম মিঠু, শওকাত গাজী, নুরুজ্জামান খোকন, সবুর আলী, শাহজালাল পলাশ, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাইদুল ইসলাম ইমন, ইউনিয়ন যুবদলের সদস্য মামুন, আছাদুল, মোশারফ, সাব্বির, আঃ হামিদ প্রমুখ।

  • শেয়ার করুন