১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:১১

কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলায় ডিজিটাল
বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল ১০ ফেব্রয়ারী বিকাল ৩ টায় উপজেলা
তথ্যকেন্দ্রের আয়োজনে মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিনের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হোসেন সৈকত। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি
আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা করা হয় বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে সামজ উন্নয়নে কাজ করতে হবে। বাল্য বিবাহ, নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীল করতে পরিবার থেকে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে ৫০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন