১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:২৩

ডেভিড মিল ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত

প্রকাশিত: মে ১০, ২০২৪

  • শেয়ার করুন

 

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনীত করেছে প্রেসিডেন্ট বাইডেন। বাইডেনের সিদ্ধান্ত অনুমোদন করার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। সিনেটের পররাষ্ট্র বিষয়ক সুপারিশ কমিটির অনুমোদনের ভিত্তিতে তিনি পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন। ডেভিড মেল ২০১৪ সালের আগস্টে ঢাকায় মিশনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, ডেভিড স্লেটন মিল মার্কিন ফরেন সার্ভিসের মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার জেষ্ঠ কর্মকর্তা। বর্তমানে তিনি চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চীফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতিবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। ডেভিড মিল নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোরও পরিচালক ছিলেন।

  • শেয়ার করুন