১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৫১

শিরোনাম
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ মেরামত ও উঁচু করণের দাবিতে মানববন্ধন ও মতবিনিময় সভা বিএনপি নেতা মোমরেজুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি কয়রা সেতুর টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে- জেলা প্রশাসক সাইফুল ইসলাম  কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অনিতা বৈদ্যের সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ কয়রায় খাল অবমুক্তকরনের দাবীতে মানববন্ধন কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

দেশে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: জুলাই ২৩, ২০২২

  • শেয়ার করুন

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের হাসপাতালগুলোতে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের ঘাটতি রয়েছে। ’ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের বেসিক সার্জিক্যাল স্কিল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষিত চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং প্রশিক্ষিত টেকনিশিয়ানদের আমাদের প্রয়োজন রয়েছে। সেটার ওপর নজর দিয়ে আজকের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এ ধরনের প্রশিক্ষণ সবক্ষেত্রে আমরা আশা করি। যাতে ভালো চিকিৎসক তৈরি হয় এবং স্বাচ্ছন্দ্যে আমরা চিকিৎসা নিতে পারি। আমাদের দেশের অনেক হাসপাতাল হয়েছে। বর্তমানে দেশে ৩৮টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।

আমাদের ঔষুধপত্রের অভাব নাই। একশো পারসেন্ট বিশ্বমানের ঔষুধ দেশে তৈরি হয় এবং রপ্তানি হচ্ছে বিদেশে। কিন্তু একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হচ্ছে প্রশিক্ষিত জনবল। ’
তিনি আরও বলেন, ‘আরও ৪০০ টন ধারণ ক্ষমতার দুইটি লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে।

এই দুইটি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হলে বাংলাদেশে অক্সিজেনের আর অভাব হবে না। ’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম, জেলা প্রশাসক ম. আব্দুল লতিফ, পুলিশ সুপার ম. গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী।

  • শেয়ার করুন