প্রকাশিত: মার্চ ১, ২০২৩
নিজস্ব সংবাদদাতা, গত ২২-০২-২০২৩ তারিখ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকার অনলাইন ভার্সন ও কয়েকটি নাম সর্বত্র অনলাইনে কোটি কোটি টাকার সম্পদ অফিস কর্মচারীর শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণেদিত।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে মাদক পাচার, হরিণ শিকার ও খুলনায় ২ বাড়ি রয়েছে এমন অভিযোগ তোলা হয়েছে তা আদেও সত্য নয় তদন্তে তার প্রমাণ মিলবে । আমি কখনও কোন অবৈধ কাজের সাথে জড়িত নই। আমি একজন সামান্য আংটিহারা শুল্ক স্টেশনের একজন কর্মচারী। একটি ষড়যন্ত্রকারী মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাকে ফাঁসাতে এহেন অপপ্রচার ও বিভ্রান্তি মূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে আমার সামাজিক, ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষূর্ণ করতে। আমি এমন উদ্দেশ্য প্রণেদিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ আবু বকর সিদ্দিক,
এমএলএসএস
আংটিহারা শুল্ক স্টেশন, কয়রা, খুলন।