২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:০৫

শিরোনাম
কয়রায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম

১শ ৫০ মেট্রিকটন ভারতীয় কাচামরিচ আমদানি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১

  • শেয়ার করুন

 

দীর্ঘ এক বছর পর বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি। বেনাপোল বন্দর দিয়ে গত ৪ দিনে ১’শ ৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারত থেকে আমদানি হওয়া ১’শ ৫০ মে: টন কাঁচা মরিচ বাংলাদেশী ৩৫টি ট্রাকে করে বন্দর থেকে খালাশ দেয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, দেশীয় বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার কাঁচামরিচ আমদানিতে অনুমতি দিয়েছেন। ফলে গত ৯ আগস্ট হতে ভারত থেকে শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি।

কাঁচামরিচ উচ্চ পচনশীল পণ্য হওয়ায় রাজস্ব আদায় করে দ্রুত খালাসের নির্দেশনা দিয়েছেন কাস্টমস কমিশনার মো: অজিজুর রহমান।

বেনাপোল বন্দরে দিয়ে মেসার্স রাশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স গাজী ইমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামে চার জন আমদানিকারক প্রতিষ্ঠান চারদিনে ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশীয় বাজারে সংকটের কারণে এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে দাম কমতে শুরু করেছেদেশীয় বাজারে ।

বেনাপোল বন্দরের পরিচালক আ: জলিল জানান, দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। আজ বৃহস্পতিবার চারজন আমদানি কারক প্রতিষ্ঠান ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালাশ প্রক্রিয়া শুরু হয়েছে।

  • শেয়ার করুন