প্রকাশিত: জুলাই ১, ২০২১
ঋণের মোট কিস্তির ২০ শতাংশ চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে খেলাপি করা যাবেনা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিস্তির বাকি টাকা সর্বশেষ কিস্তির স’ঙ্গে পরিশোধ করতে হবে। অবশ্য ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ সুবিধা কার্যকর হবে।
রোববার (২৭ জুন) রাতে এ সংক্রা’ন্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। করো’নার দ্বিতীয় ঢেউ সামলাতে কেউ কিস্তি না দিলেও আগামী ডিসেম্বর পর্যন্ত খেলাপি না করার দাবি জানায় এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। তবে ব্যাংকগু’লোর আ’দায় কমা’র বি’ষয়টি পর্যালোচনা করে গত বছরের মতো এবার আর ঢালাও সুবিধা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।
জুন মাসের কিস্তির বকেয়া টাকা সংশ্লিষ্ট সার্কুলারের নির্দেশনা অনুযায়ী সর্বশেষ কিস্তির সাথে দিতে হবে। এছাড়া অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশােধ করতে হবে। সার্কুলারের অন্যান্য নির্দেশনা অ’পরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধা’রায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।