৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৩৩

শিরোনাম
কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আ’লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করায় সিপিপির উপ-পরিচালককে বদলি নিষেধাজ্ঞা শেষ আজ দুয়ার খুলছে সুন্দরবনের, জেলে পরিবারে সস্তির নিঃশ্বাস কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কয়রায় নৌবাহিনীর পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন  বাংলাদেশ নৌবাহিনীর (তিতুমীর) অধিনায়ক ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান।  গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায কয়রা সদরের শ্রী শ্রী সনাতন ধর্মাবলম্বী,  দক্ষিন মদিনাবাদ  শ্রী শ্রী  দুর্গা মন্দির,৩নং কয়রা সার্বজনীন শারদীয়  দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন দূর্গা পুজার মন্ডপ পরিদর্শন শেষে তিনি সার্বিক বিষয়ে নিয়ে সনাতন ধর্মলম্বীদের লোকজনদের সাথে মত বিনিময় করেন। এ সময় কয়রার পূজা উদযাপনের সামগ্রিক নিরপত্তার  বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্দির পরিদর্শনকালে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  বি এম তারিক-উজ-জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, নৌবাহীনির  কয়রা কন্টিনজেন্ট অফিসার ফয়সাল আল ইমরান,  কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মোঃ শাহ-আলম,  উপজেলা আনসার কর্মকর্তা মনোয়ারা খাতুন, প্রেসক্লাবের সাধারন  সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা এস আই সালাহউদ্দীন আহমেদ, প্রমুখ। মন্ডপ পরিদর্শনকালে  নৌবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান  বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী সনাতন  ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন  ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় খুলনা জেলার  বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে  সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে।
  • শেয়ার করুন