৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:৫৩

শিরোনাম
কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কয়রায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি কয়রায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল  কয়রায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে স্থানীয় জেলে-বাওয়ালীদের অংশগ্রহণে গনশুনানী অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (২০আগষ্ট) বিকাল ৪ টায় ৬নম্বর কয়রা সরকারী প্রাথমিক বিদ্যলয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ৬নম্বর কয়রা জেলে -বাওয়ালীদের নিয়ে এই গনশুনানী অনু্ষ্ঠিত হয়।

কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য সঞ্জয় কুমার বাইনের সঞ্চলনায় গনশুনানী অনুষ্টানে বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম লুৎফার রহমান, শাকবাড়ি বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,সাংবাদিক ফরহাদ হোসেন, রুপান্তরের প্রকল্প সমন্নয়কারী অনুপ রায়, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য রাসেল আহমেদ,নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, জিয়াউর রহমান,সুব্রত মুন্ডা,মুসলিমা খাতুন, জেলে মিজানুর রহমান,আসাদুল ইসলাম,আকলিমা খাতুন,বাসন্তী মুন্ডা প্রমুখ।

জেলে মিজানুর রহমান বলেন, আমরা সুন্দরবনে যাওয়ার সময় নৌকায় খাবার নিয়ে যাই, যা পরে নদীতেই ফেলে দিই। এখন বুঝছি এটা বন ও মাছের জন্য কতটা ক্ষতিকর। আমরা এগুলো যেখানে সেখানে ফোলবো না।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) মোঃ শাহিনুর রহমান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা ছাড়া বন রক্ষা সম্ভব না। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে নিয়মিত কার্যক্রম চালানোর কাজ অব্যাহত আছে।

কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমান বলেন, সুন্দরবনের নদী খালে যত্রতত্র ফেলা প্লাস্টিক বনের ভেতরে প্রবেশ করে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক ব্যবহার কমানো, বিকল্প ব্যবস্থার প্রচলন এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

শুনানিতে সুন্দরবন সংলগ্ন স্থানীয় জেলে – বাওয়ালী, মৌয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

  • শেয়ার করুন