৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৪৫

শিরোনাম
কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আ’লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করায় সিপিপির উপ-পরিচালককে বদলি নিষেধাজ্ঞা শেষ আজ দুয়ার খুলছে সুন্দরবনের, জেলে পরিবারে সস্তির নিঃশ্বাস কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  বিকাল ৩ টায় কপোতাক্ষ কলেজ চত্বরে কয়রা উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এস এম জাহিদুর রহমান শোভন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, এফ এম মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, কোহিনুর ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, হাবিবুুর রহমান, গাজী গাজী সিরাজুল ইসলাম, ফইজুল করিম খোকন, শহিদুল্যাহ শাহিন, আবুল বাশার ডাবলু, মোল্যা ইয়াকুব আলী, ডাঃ নুর ইসলাম খোকন, মঞ্জুর মোর্শেদ, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রিয়াজুল আকবার লিংকন, শেখ মফিজুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, হাফিজুল ইসলাম, আনারুল ডাবলু, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, রিয়াছাদুজ্জামান বাবলু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার পক্ষে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের অধিকার আদায়ে আন্দোলন আরও বেগবান করতে হবে।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
  • শেয়ার করুন