প্রকাশিত: এপ্রিল ২, ২০২২
কয়রা প্রতিনিধিঃ তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয়
জিনিষের দাম বৃদ্ধির প্রতিবাদে কয়রা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। ২ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা সদরের তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড জাপার
নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সদর উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাপার সদস্য মোস্তফা শফিকুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাপা নেতা ঢালী রফিকুল ইসলাম, শামসুদ্দীন আহমেদ, আয়জুদ্দীন শেখ, গাজী ইসহাক আলী, এস এম রফিক সিরাজ, কামরুল ইসলাম ঢালী, ডাঃ রুহুল আমীন, আমজাদ হোসেন সানা, এন্তাজ উদ্দিন, রেজওয়ানুল করিম, হাসানুর রহমান, অহিদুজ্জামান, আব্দুর রহিম, ক্বারি সিরাজুল ইসলাম প্রমুখ।