২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:০২

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কয়রা উপজেলা বিএনপির কর্মীসভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ

প্রকাশিত: জুলাই ১, ২০২২

  • শেয়ার করুন
কয়রা উপজেলা বিএনপির কর্মীসভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা বলেন
“ঐক্যবদ্ধ তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে খুলনা থেকেই ফ্যাসিষ্ট সরকার পতন আন্দোলনের সুচনা হবে”
নিশিরাতের ভোট ডাকাত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নেতাকর্মীদের ব্যাংক ব্যালেন্স বাড়লেও তৃণমূলের জনগন বঞ্চিত। কয়রা-পাইকগাছাবাসী আওয়ামী সরকারের ১৩ বছরে টেকসই বেড়িবাঁধ পায়নি, অথচ বেড়িবাঁধ ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে বহু মানুষ। রাস্তা-ঘাট চলাচলের অযোগ্য প্রায়। দিনে-রাতের অধিকাংশ সময় কাটে লোডশেডিংয়ে। দ্রব্যমূল্যের চরম অগ্নিমূল্যে দিশেহারা সাধারণ মানুষ। বঞ্চিত-নির্যাতিত-নিপীড়িত জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে খুলনা থেকেই ফ্যাসিষ্ট সরকার পতন আন্দোলনের সুচনা হবে। তাই সম্মানজনকভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। অন্যত্থায় জনগনের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন, সেদিন বেশি দুরে নয়। গতকাল শুক্রবার (০১ জুলাই) বিকেলে কয়রা উপজেলা বিএনপির কর্মীসভা ও প্রাথমিক তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এড. মোমরেজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক নূরুল আমীন বাবুলের সঞ্চালনায় কর্মীসভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, মোঃ তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, মুর্শিদুর রহমান লিটন, তারিকুল ইসলাম তারেক, মোল্যা কবির হোসেন, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, জেলা মহিলা দলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা, পাইকগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক কাউন্সিলর এসএম এমদাদুল হক ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, শেখ আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, আবু সাঈদ বিশ্বাস, কহিনুর ইসলাম, এড. মঞ্জুর আলম নান্নু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, মোতাসিন বিল্লাহ্, স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম খোকা, হেলাল উদ্দিন, কৃষক দলের এসএম গোলাম রসুল ও আবু সাঈদ প্রমুখ।
  • শেয়ার করুন