কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল কে স্বাগত জানিয়ে কয়রা উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা ছাত্রদল ও কপোতাক্ষ কলেজ শাখার উদ্যেগে এই আনন্দ মিছিল অনু্ষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা ইমরান হোসেন, কপোতাক্ষ কলেজ শাখা ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, তামিম আহমেদ, মোকলেস, নাজমুল হাসান, মেহেদি, শাহরিয়ার, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা মোস্তাকিম আহমেদ, মুরাদ হোসেন, মিরাজ হোসেন, মুজাহিদ, প্রান্ত, শাওন, মুন্না, দীপ। কয়রা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাশরাফি আজাদ, মহারাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান রানা, উত্তর বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুন হোসেন। ছাত্রনেতা মেহেদি হাসান, সবুজ, তরিকুল, শরিফুল, মাহমুদ, মফিজুল, আছাদুল, সুমন হোসেন, রাকিব, আফজাল, সাইফুল্লাহ, শুভ, হজরত, ইকরামুল,ওসমান, হুজায়ফা, শ্রাবণ, মারুফ, শিহাব, মানজার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের মনোনীত প্রার্থীরা ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গঠনতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।তাই এ প্যানেলই প্রকৃত ছাত্রদের প্রতিনিধিত্ব করবে।