১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:২৪

শিরোনাম
বিএনপি নেতা মোমরেজুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি কয়রা সেতুর টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে- জেলা প্রশাসক সাইফুল ইসলাম  কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অনিতা বৈদ্যের সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ কয়রায় খাল অবমুক্তকরনের দাবীতে মানববন্ধন কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  কয়রায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

বিএনপি নেতা মোমরেজুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা উপজেলা যুব দলের আহ্বায়ক ও প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম।

লিখিত বক্তব্যে তিনি জানান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম পেশায় একজন আইনজীবী। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। এর পাশাপাশি গত ১৬ বছরে স্বৈরাচার সরকারের দেওয়া সব মামলা পরিচালনায় স্থানীয় নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে সহযোগিতা করে আসছেন। দীর্ঘদিন তিনি কয়রা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো দুর্নাম অথবা স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই।

তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি গণসংযোগ করে যাচ্ছেন। তাকে নিয়ে এর মধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন জনপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনীতিবীদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। গত ১২ জুলাই তার বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য উপস্থাপন করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে তা ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে যেভাবে তার চরিত্রহননের চেষ্টা করা হয়েছে তাতে বিস্মিত হয়েছেন এলাকার মানুষ।

‘কিছুদিন আগে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এক মতবিনিময় সভার আয়োজন করেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য দেন। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম বক্তব্য দেন।’

‘জামায়াতের মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতার বক্তব্য দেওয়া এবং প্রতিবাদ সমাবেশে তার অপসারণ দাবির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাদের চরিত্রহনন করে ফেসবুকে ভিডিও কন্টেন্ট ছড়িয়ে দেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ‘প্রতিদিনের খবর’ নামে একটি ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের নামে কোনো তথ্য প্রমাণ ছাড়া অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রতিবেদক ও তথ্য সরবরাহকারী হিসেবে কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলমের নাম ব্যবহার করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্র।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপির নেতা মনজুরুল আলম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শহীদুল্লাহ শাহীন, আবুল বাশার ডাবলু, গোলাম রসুল, নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম, ডি এম হেলাল উদ্দীন, মনজুর মোরশেদ, রবিউল ইসলাম, এহসানুর রহমান, আবুল কালাম কাজল, ইউনুস আলী, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

  • শেয়ার করুন