৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:০৫

শিরোনাম
কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কয়রায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি কয়রায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল  কয়রায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

সুন্দরবনে বেড়েছে পর্যটকদের পদচারণা

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১

  • শেয়ার করুন

 

শরিফুল আলম, কয়রা, খুলনা- দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। এখন প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দিনে বেলায়ও শোনা যাচ্ছে বাঘের গর্জন। সুন্দরবনের সব স্পটেই অবাদে যেতে পারছেন পর্যটকরা। বন কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন জঙ্গলে প্রবেশ বন্ধ থাকার কারণে বন্যপ্রানীরা নির্ভয়ে বিচরণ করছে।

পহেলা সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে সুন্দরবনে ঘোরাফেরার অনুমতি দেয়া হয়। শর্তে বলা হয়েছে, সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি, মাস্ক ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ২৫ জন নৌযান নিয়ে বনে ঘুরতে পারবে।

দীর্ঘ দিন বন্ধ থাকায় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাওয়ায় মুগ্ধ হচ্ছে পর্যটকরা। কটকা, করমজল, নীলডুমুর, দোবেকি সহ অনেক এলাকায় পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মত। তবে পর্যটকদের স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ করা গেছে।

শুরুতে পর্যটকদের ভিড় কম থাকলেও ধীরে ধীরে সুন্দরবনে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ৩ এপ্রিল দ্বিতীয় দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রায় পাঁচ মাস পরে সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর আগে করোনার শুরুতে গত বছর ২৬ মার্চ প্রথম দফায় সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান বছরে প্রায় পাঁচ লাখের বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করে।

  • শেয়ার করুন