প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১
এবার ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে বিএনপি। সবকিছু গুছিয়ে নিয়ে আরও বড় কর্মসূচি দিতে চায় দলটি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ঘোষণা করা হবে সেসব কর্মসূচি। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে দুই সপ্তাহের ধারাবাহিক কর্মসূচির তারিখ ঘোষণা করা হয়েছে।
তার মধ্যে রয়েছে- ঘরোয়া সমাবেশ ও ভার্চুয়ালি সভা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং আলোচনা, সেমিনার। লক্ষ্য- নানা কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন আদায় করা।
এ লক্ষ্যে আগামী ১ অক্টোবর নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা সভার আয়োজন করবে দলটি। গত শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলন গড়ে তোলা। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেটা সফল করে তুলব ইনশাআল্লাহ। এ জন্য দরকার দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্য। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।