প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১
কয়রা প্রতিনিধিঃ হিফজুল কুরআন ফাউন্ডেশন
বাংলাদেশ কয়রা উপজেলা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় কয়রা সদরের আবু বকর (রাঃ) মসজিদ প্রাঙ্গনে এ প্রতিযোগিতায় উপজেলার ৬৮ টি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ বারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন কাঠমারচর হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলহাজ্ব মোফাজ্জেল হোসেন দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন ৫ ও ৬নং কয়রা আল কদর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স
এবং মসজিদ আবু বকর (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ নুর মোহাম্মাদ মধু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন হিফজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সেক্রেটরী হাফেজ ক্বারী সৈয়দ ইমদাদুল্যাহ, খুলনা মহানগর সভাপতি হাফেজ এনামুল হাসান, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মাসুম বিল্যাহ, কয়রা উপজেলা শাখার সভাপতি হাফেজ মনিরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী হাফেজ আবুল হাসান প্রমুখ।