২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:১৬

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও পাঠ্যপুস্তক থেকে বিবর্তণবাদ অপসারণ করতে হবে: এনায়েতুল্লাহ আব্বাসী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২

  • শেয়ার করুন

 

তাহরিক খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির ও পীর সাহেব জৈনপুরী মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুসলিম জাতীসত্ত্বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূলশক্তি। তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে এবং দূর্নীতিমুক্ত দেশ গড়তে হলে প্রাইমারী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে আঃ ছালাম হলে “বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহাল এবং প্রত্যাখাত বিবর্তনবাদ মুক্ত সিলেবাস আবশ্যক” জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পীর সাহেব বলেন ইসলাম মহানবী (সাঃ) এর আদর্শ রাষ্ট্র স্বীকৃত উৎস থেকে না শিখতে পারলে আমাদের সন্তানরা সহজেই মিস গাইডেড হয়ে ভুল উৎস থেকে অপব্যাখ্যা শিখে চরমপন্থার সাথে জড়িয়ে যাওয়ার আশংকা রয়েছে। ইসলাম শিক্ষা না থাকলে নৈতিকতার মানদন্ডে উত্তীর্ণ মানুষ হওয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী “নৈতিকতার মূল উৎস হচ্ছে ধর্ম”। সেই ধর্মকে পাবলিক পরীক্ষা থেকে মুক্ত রেখে কিছুতেই জাতীয় শিক্ষানীতিকে বাস্তবায়ন ও আদর্শিক নাগরিক পাওয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন চালর্স ডারউইনের বিবর্তনবাদ অপ্রমাণিত, অবৈজ্ঞানিক বিতর্কিত একটি আষাড়ে গল্প সদৃশ কুফরী মতবাদ। বিবর্তনবাদকে বিশ্বাস করলে একজন মুমিন ঈমানদার থাকতে পারে না। তাই অনতিবিলম্বে এই তত্ত্ব পাঠ্য পুস্তক থেকে অপসারণ করতে হবে।

  • শেয়ার করুন