১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৫২

কয়রায় বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ পেলো ৭১ পরিবার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় গভীর নলকুপ বিতরন করা হয়েছে। বে-সরকারী সংস্থা ছওয়াবের সার্বিক সহযোগিতায় উপজেলার ৭ টি ইউনিয়নের প্রত্যন্ত জনপদের ৭১ পরিবারের মাঝে এসব নলকুপ বিতরন করা হয়। ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বতুল বাজার সুন্দরবন মডেল টাউন কুয়েত কমপ্লেক্স চত্বরে উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছওয়াবের ডিরেক্টর অপারেশন মোঃ আফতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ছওয়াবের
সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ লোকমান হোসেন ও শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী। ইউপি সদস্য সরদার আবু হাসানের পরিচালনায় এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ছওয়াবের হেড অব এডমিন এন্ড এইচ মোঃ সিরাজুল ইসলাম, খুলনার প্রোগ্রাম অফিসার মোঃ আকরামুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গোলাম রব্বানী, জাহিদুল ইসলাম, মোঃ মোনায়েম বিল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্যাহ জোবায়ের, রিপন শেখ, এনামুল কবির প্রমুখ।

  • শেয়ার করুন