২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪৫

শিরোনাম
কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা  কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন বিএনপিতে কোন আওয়ামীলীগের দোসরদের স্থান দেওয়া হবে না- মনিরুজ্জামান মন্টু ফ্যাসিবাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমিরুল ইসলাম কাগজী  অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর, রূপসায় বিএনপি নেতা হেলাল সুন্দরবনে বিষ প্রয়োগে ধরা ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন  কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা কয়রায় ৩ মন ১০ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রায় সবক ও দােয়া অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ– বাংলাদশ জামায়াত ইসলামীর কদ্রীয় সাংগঠনিক সেক্রটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিতি হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। কালনা মাদরাসা থেকে শিক্ষা গ্রহন করে অনেকে দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। সেজন্য শিক্ষাথর্ীদর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি ২৪ নভেম্বর সকাল ১১ টায় কালনা আমিনিয়া মাদরাসার হলরুমে কামিল (স্াতকাত্তর) হাদিস বিভাগের ১ম সবক ও দােয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কালনা আমিনিয়া মাদরাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী। কালনা আমিনিয়া মাদরাসার উপধ্যাক্ষ এম মহিববুল্লাাহ ও সহকারী অধ্যপক এম আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠান বিশষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেদ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনেে মনাযােগি হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসাব নিজেক গড়ে তুলতে মােবাইল ফােন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষাথর্ীদর আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করন খুলনা জলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গােলাম সরয়ার, খুলনা নেছারিয়া মাদরাসার উপাধাক্ষ মাওলানা ডিএম নুরুল ইমলাম, কালনা আমিনিয়া মাদরাসার সাবক উপাধাক্ষ মাওলানা আব্দুল গনি, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওলানা সাইফুল্যাহ, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, কালনা মহিলা মাদরাসার সুপার মাওলানা শাহাবাজ আলী, মাওলানা জাকারিয়া হুসাইন, বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গােলাম রবানী, সাংবাদিক আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে দােয়া পরিচালনা করন প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক।

  • শেয়ার করুন