১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৫

কয়রায় কৃষকদের নিয়ে পার্টনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস

প্রকাশিত: জুন ২৯, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন)  সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিস এই কংগ্রেসের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগ খুলনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদীন ভুইয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওঃ মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান,  জামায়াতের কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, ইউপি সদস্য আবু হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতব সরকার, সাধন ঢালী, মাহমুদুল হাসান, নাইমুর রহমান, আল মাহফুজ, মিরাজ হোসেন, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, আবুল বাশার ডাবলু, স্থানীয় কৃষক বিলকিস আক্তার, লাবনী খাতুন, জর্তিময় সরকার,ইকবাল হোসেন প্রমুখ।
কংগ্রেসে কৃষি ও মৎস্য উৎপাদনে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জলবায়ু সহনশীল চর্চা, টেকসই পদ্ধতি এবং স্থানীয় সমস্যা সমাধানের উপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা তাদের বাস্তব মাঠ-অভিজ্ঞতা ও উদ্ভাবনী কৌশল তুলে ধরেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন