৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৪

শিরোনাম
কয়রায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আ’লীগ নেতাকর্মীদের নিয়ে সভা করায় সিপিপির উপ-পরিচালককে বদলি নিষেধাজ্ঞা শেষ আজ দুয়ার খুলছে সুন্দরবনের, জেলে পরিবারে সস্তির নিঃশ্বাস কয়রায় আ,লীগের নেতাকর্মীদের নিয়ে সিপিপির সভা উপপরিচালক অবরুদ্ধ মুচলেকায় মুক্ত  ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল  কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণরোধে গনশুনানী কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কয়রায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ -খুলনার কয়রায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন সহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালিত হয়।

রবিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। তিনি আরও বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষন প্রাপ্ত ৬ জন দুঃস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন শেষে দিবসটি স্বরণীয় করে রাখতে ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বলে একটি ফলজ বৃক্ষ রোপন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, উপজেলা আওয়ামীলের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, আজিজুল হাকিম, বাইজিদ হোসেন, জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমূখ।

এর আগে সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মহসিন রেজার সভাপতিত্বে সাধারন সম্পাদক বিজয় কুমার সরদারের পরিচালনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ এ কে ফজলুল হক, মাস্টার খগেন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, মাস্টার খয়রুল আলম, এস এম আব্দুস সামাদ গাজী, এস এম জিয়াদ আলী, নির্মল দাষ, যুবলীগ নেতা ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।

  • শেয়ার করুন