২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৪৭

শিরোনাম
কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা  কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন বিএনপিতে কোন আওয়ামীলীগের দোসরদের স্থান দেওয়া হবে না- মনিরুজ্জামান মন্টু ফ্যাসিবাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমিরুল ইসলাম কাগজী  অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর, রূপসায় বিএনপি নেতা হেলাল সুন্দরবনে বিষ প্রয়োগে ধরা ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন  কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা কয়রায় ৩ মন ১০ কেজি হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ৭ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুফ (সিপিজি) সদস্যরা। গতকাল বুধবার (৬ নভেম্বর)  সকাল ৭ টার  দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের  শ্মশান মন্দিরের মাঠ থেকে এই  অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি বন বিভাগের সহযোগীতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানায়, স্থানীয় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে ঘেরা দেওয়া জালে অজগার সাপটি আটকে  থাকতে দেখতে পায়। পরে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগ ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে। প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ওই সাপটির ওজন প্রায় ১১ কেজির কাছাকাছি হবে। তবে সপটি সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে বলে ধারনা করছেন  স্থানীয়রা। পরবর্তিতে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শাকবাড়িয়া বন টহল ফাুড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, ৬নং কয়রা এলাকার লোকজন সাপটি শ্মশান মন্দিরের মাঠে জালে আটকে থাকে দেখে আমাদের খবর দিলে  বন বিভাগের লোকজন ও সিপিজির সদস্যরা মিলে  অজগর সাপ উদ্ধার করি। পরে সাপটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া বন টহল ফাঁড়িতে এনে সন্দরবনে অবমুক্তি করা হয়েছে।
  • শেয়ার করুন