কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কৃষিকে টেকসই ও নারীবান্ধব করতে ক্লাইমেট স্মার্ট টেকনিকস বিষয়ক এক সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১০জুলাই) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশন এবং টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা) এর সহযোগিতায় এ সেমিনার অনু্ষ্ঠিত হয়।
আমাল ফাউন্ডেশন কয়রার ফিল্ড ম্যানেজার আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টিকা’র কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমাআন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদা মোঃ রিয়াছাদ আলী, কামাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী, কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম,আমাল ফাউন্ডেশনের সহকারী কো-অর্ডিনেটর মঞ্জুর এলাহী, প্রতিষ্ঠাতা ইশরাত করিম, সহযোগী প্রোগ্রাম ম্যানেজার জাহিদুল ইসলাম, এবং সিনিয়র প্রজেক্ট অফিসার সামিরা মেহনাজ প্রমুখ।
সেমিনার ৪০ জন নারী স্মার্ট কৃষির মাধ্যমে ২-৩ শতক জমিতে লাউ, শসা, করলা, পুঁইশাকসহ নানা সবজি চাষ করে প্রতি মাসে গড়ে ৫০০-৭০০ টাকা আয় করছেন। এই আয় পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য আনছে এবং নারীদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করছে। এছাড়াও আরও ৪০ জন নারী বর্তমানে এই প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত আছেন।
প্রকল্পটি ২০২৪ সাল থেকে উপকূলীয় কয়রায় কাজ শুরু করে , যার মূল উদ্দেশ্য হলো স্থানীয় নারীদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির সাথে পরিচিত করে তাদের আত্মকর্মসংস্থানে সক্ষম করে তোলা। অংশগ্রহণকারী নারীরা এখন ছোট পরিসরে আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষের মাধ্যমে নিজেদের পরিবারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত আয় করছেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সনদপত্র এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।