প্রকাশিত: মে ১০, ২০২৪
বেশিরভাগ পণ্যের দাম এখনো চড়া। এক কেজি বেগুনের দাম উঠেছে ১০০ থেকে ১২০ টাকায়। এমনকি সস্তা দামে পরিচিত কাঁচা পেঁপের কেজিও ৮০ টাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনালি মুরগির দাম। কেজিতে বেড়েছে ৮০ টাকা। দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সংসার চালাতে হিমশিম মধ্য ও নিম্নবিত্ত শ্রেণী। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ ক্রেতাদের।
কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে। বেড়েই চলেছে সব ধরনের পণ্যের দাম। এতে চিড়েচ্যাপ্টা মধ্যবিত্তের সংসার।
সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। লাউ ও ঢ্যাঁড়স ছাড়া কোনো সবজিই ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। কেজিতে বেড়েছে অন্তত ১০ থেকে ২০ টাকা।
ক্রেতাদের অভিযোগ- নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে অসাধু সিণ্ডিকেট।
এদিকে, ডলারের দাম আরেকদফা বাড়ার অজুহাতে আদা-রসুন-পেঁয়াজসহ সব মশলা পণ্যের দামও বাড়তি। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
স্বস্তি নেই ডিম-মাছ-মাংসের বাজারেও। প্রতি কেজি টেংরা ৮শ’ টাকা, পাবদা সাড়ে ৫শ’ আর শিং ৮শ’ টাকা। সেই সাথে চড়া গরুর মাংসের দাম।
বিক্রেতারা বলছেন, বাজারে সোনালি মুরগির সরবরাহ সংকটে দাম বেড়ে দাড়িয়েছে ৪শ’ টাকায়। একই সাথে আবার বাড়ছে ডিমের দাম।
বাজারে সুশাসন না থাকায় বিক্রেতারা নানা অজুহাতে ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।