প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩
কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় অপসাংবাদিকের দৌরাত্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এরা প্রতিদিন সকাল থেকে মধ্য রাত অবদি সাংবাদিকতার পরিচয় দিয়ে মটর বাইক চেপে দাপিয়ে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন প্রান্তে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলেই হানা দেয় তার দপ্তর বা প্রতিষ্ঠানে। এমনকি বাড়িতে গিয়েও হাজির হয় ওই চক্র। এসব নামধারী সাংবাদিকদের খপ্পরে পড়ে বিভিন্ন এলাকার ভূক্তভোগী জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছেন। আর এতে প্রকৃত সাংবাদিকদের সম্মান চরম ভাবে ক্ষুণ হচ্ছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভায় এমন উদ্বেক প্রকাশ করেছেন সকল পেশাদার সাংবাদিকরা।
সভায় পেশাদার সাংবাদিকেরা বলেন, কয়রা উপজেলা প্রেসক্লাব ব্যতিত কয়রায় পেশাদার সংবাদকর্মীদের কোনো সংগঠন নেই। সম্প্রতি কিছু অপেশাদার মানুষ সাংবাদিক সংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও এলাকার অসহায় গরীব মানুষেকে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করছে। এসব সংগঠন বিভিন্ন নামে মোবাইলে ছবি ধারণ অথবা নিজেদের ফেইজবুক আইডিতে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে নানাভাবে অপসাংবাদিকতা শুরু করেছে। তাদের এ ধরনের অপতৎপরতার কারণে মূল ধারার সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে। উন্নয়নে অবদান রাখা এবং সকল অনিয়ম দূর্নীতি তুলে ধরতে মূল ধারার সংগঠন হিসাবে কয়রা উপজেলা প্রেসক্লাব আরো বেশি স্বোচ্ছার ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পেশাদার সংবাদকর্মীরা এ ধরনের অপসাংবাদিকতা প্রতিহত করতে প্রশাসন এবং সচেতন নাগরিক সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ হারুন অর রশিদ, মােস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, আঃ খালেক, শেখ মনিরুজ্জামান মনু, মােঃ রিয়াসাদ আলী, জিএম নজরুল ইসলাম, গিরেন্দ্র নাথ মন্ডল, মােঃ শরিফুল আলম, আঃ রউফ, জিয়াউর রহমান ঝন্টু, ইমতিয়াজ উদ্দিন, অরবিন্দ কুমার মন্ডল, মাসুদ রানা, প্রমুখ।