২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৪৯

শিরোনাম
কয়রায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় বেড়িবাঁধের স্লুইসগেটে ভয়াবহ ধ্বস আতঙ্কে এলাকাবাসী কয়রায় বেড়িবাঁধের অবৈধ পাইপ অপসারণ  কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা  কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন বিএনপিতে কোন আওয়ামীলীগের দোসরদের স্থান দেওয়া হবে না- মনিরুজ্জামান মন্টু ফ্যাসিবাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমিরুল ইসলাম কাগজী  অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর, রূপসায় বিএনপি নেতা হেলাল সুন্দরবনে বিষ প্রয়োগে ধরা ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ

কয়রায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

প্রকাশিত: জুলাই ৩, ২০২৪

  • শেয়ার করুন
কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় তারা তাদের দায়িত্বভার গ্রহন করেন। একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানাকে বিদায় জানানো হয়। বুধবার (০৩ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বিদায়ী চেয়ারম্যানকে ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তিতে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের দায়িত্ব বুঝে নেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা বলেন আমাকে নির্বাচিত করায় কয়রা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের মতামতের ভিত্তিতে উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন