২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:৫৫

শিরোনাম
কয়রায় প্রতারণা করে বয়োবৃদ্ধ মহিলার বয়স্ক ভাতার টাকা উত্তোলন  আজ তারেক রহমানের জন্মদিন দুদকের কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্লুইস গেটের কাজ দেয়ার পয়তারা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ ইমদাদুল হকের মতবিনিময় কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র ্যালী ও আলােচনা সভা কয়রায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন কয়রায় অজগার সাপ উদ্ধার পরে সুন্দরবনে অবমুক্তি কয়রায় যুব দিবসের আলোচনা সভায় তোপের মুখে যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম কয়রায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বর সড়কের লেক পার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়। ওই তিনজনের পরিচয় জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজীবকে ধানমন্ডি থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

একরাম আলী মিয়া জানান, সন্দেহজনক আচরণের কারণে তাঁদের আটক করা হয়েছে। আটকদের যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে রাজীবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

রাজীবের আটকে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান তিনি।

  • শেয়ার করুন