১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:০৩

শিরোনাম
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি কয়রা সেতুর টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন কয়রার পর্যটন কেন্দ্রটি এই এলাকার মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটাবে- জেলা প্রশাসক সাইফুল ইসলাম  কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অনিতা বৈদ্যের সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ কয়রায় খাল অবমুক্তকরনের দাবীতে মানববন্ধন কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা  কয়রায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় বেড়িবাঁধের স্লুইসগেটে ভয়াবহ ধ্বস আতঙ্কে এলাকাবাসী

রাস পুর্নিমা উপলক্ষে কোবাদক ফরেষ্ট স্টেশনে টহল কার্যক্রম জোরদার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ উপকুলীয় জনপদ কয়রার সর্ব দক্ষিনে অবস্থিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় সাগরদীপে রাস পুজা উপলক্ষে বনজ সম্পদ রক্ষায় ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে করে সাগরদীপে যাওয়া পুন্যার্থীরা নিবিঘ্নে সুন্দরবনে চলাচল করার পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। এছাড়া কিছু অসাধূ চক্র রাস পুর্নিমাকে পুজি করে বনজ সম্পদ ধ্বংস করার যে সুযোগ গ্রহন করে থাকে তা টহল কার্যক্রম
জোরদার করায় সে সুযোগ কাজে লাগাতে পারছেনা। সুন্দরবনে এ ধরনের কার্যক্রম গ্রহন করায় সচেতন মহল বন বিভাগকে সাধুবাদ
জানিয়েছে।

জানা যায় ১৭ নভেম্বর হতে ১৯ নভেম্বর দুবলার চরে অনুষ্ঠিত হচ্ছে। রাস পুর্নিমা ও রাস পুজা। হাজার হাজার পুন্যার্থিরা রাস পুজায় হাজির হয়ে পুজা শেষে স্নানে অংশ গ্রহন করে থাকেন। কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন
বলেন, এ বছর রাস পুজাকে সামনে রেখে কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বক্ষনিক তিনি সহ তার স্টাফরা দিন রাত বনজ সম্পদ রক্ষায়
নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, এ বছর রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবনের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির দায়িত্বরত কর্মকর্তাদের সমন্বয়ে টহল কার্যক্রম চলমান রাখা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় সার্বক্ষনিত বন বিভাগ সজাগ রয়েছে বলে তিনি জানান।

  • শেয়ার করুন