১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৩০

সুন্দরবনের ইকো-ট্যুর গাইড প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনের ইকো-ট্যুর গাইডদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহনকারী বনকর্মী ও
সিপিজি সদস্যদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে ও ইউএসএআইডির ইকোসিস্টেমস প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষন
অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনে ইকো-ট্যুর কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হুসাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মোঃ জগলুল হোসেন, উপ-প্রধান বন সংরক্ষক সামাজিক বনায়ন উইং মোঃ মইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ) ড. আবু নাসের মোহসীন হোসেন, খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের হোসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ, খুলনা গোলপাতা কুপের সহযোগী কুপ কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান প্রমুখ। এর আগে প্রধান বন সংরক্ষক খুলনা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া তিনি
শেকেরটেক ও কলাগাছিয়া ইকো-ট্যুর কেন্দ্র পরিদর্শন করার পাশপাশি সুন্দরবন পশ্চিম বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেন।

  • শেয়ার করুন