৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:৩৪

অধিকারের নিবন্ধন বাতিলে ফ্রান্স ও জার্মানির উদ্বেগ

প্রকাশিত: জুন ২১, ২০২২

  • শেয়ার করুন

 

মানবাধিকার সংস্থা অধিকারের নিবন্ধন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি। ঢাকাস্থ ফ্রান্স ও জার্মান দূতাবাস যৌথভাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করেছে। পোস্টে বলা হয়েছে, বেসরকারি সংস্থা অধিকারের নিবন্ধন নবায়ন করা হয়নি এবং তা বাতিল করা হয়েছে। এ পরিস্থিতিতে আমরা উদ্বেগ জানাই। বিশ্বব্যাপী মত ও ভাব প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং সকল প্রকার মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও সংরক্ষণে ফ্রান্স ও জার্মানি তাদের সম্পৃক্ততা পুনর্ব্যক্ত করছে। দুই দেশই গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অধিকারের ফ্রাঙ্কো-জার্মান হিউম্যান রাইটস পুরস্কার প্রাপ্তিকে সম্মান জানায়। ২০১৭ সালে ফ্রান্স ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক পুরস্কারটি প্রদান করা হয়েছিল।

  • শেয়ার করুন