প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১
ডেস্ক রিপোর্টঃ অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ধরণের ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকির মতো অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সম্প্রতি নেপালে পাবজি গেসমটি নিষিদ্ধ করে দেশটির আদালত। এছাড়া ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। বাংলাদেশেও এ গেম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।