৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:৩৮

অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করবেন মৌসুমি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১

  • শেয়ার করুন

 

বিনোদন ডেস্কঃ দেশীয় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। দুই যুগেরও বেশি সময় চলচ্চিত্রে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি। সম্প্রতি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।

সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। বাংলা একাডেমী, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হছে সিনেমাটি। পাঠকপ্রিয় এই উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করতে যাচ্ছেন প্রিয়দর্শিনী মৌসুমী।

সরকারি অনুদানে এই সিনেমাটি নির্মাণ করবেন ছোটপর্দার মেধাবী নির্মাতা আশুতোষ সুজন। তিনি জানান, ‘ছবিটির গল্পে অন্নপূর্ণা চরিত্রটি পাঠকপ্রিয়। তাই একে পর্দায় ফুটিয়ে তোলা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নিতে গিয়ে বারবার মনে হয়েছে অভিনেত্রী মৌসুমীকেই প্রয়োজন। তিনি এ চরিত্রের জন্য পারফেক্ট। তাকে চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবরে ছবিটির শুটিং শুরু করবো।’

মৌসুমী বলেন, ‘এর আগেও আমি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছি। অন্নপূর্ণার গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমন একটি চরিত্রে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দ আছে। আশা করছি কাজটা শেষ করতে পারলে ভালো একটা সিনেমা পাবেন দর্শক।’

নির্মাতা প্রসঙ্গে প্রিয়দর্শিনী বলেন, ‘আশুতোষ সুজনের পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। এবার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। সুজন বেশ যত্ন নিয়ে কাজ করে। যেহেতু এবার সুজন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, তাই কাজের প্রতি আরো বেশি আত্মবিশ্বাসী এবং মনোযোগী হয়ে উঠেছে। আমার বিশ্বাস অন্নপূর্ণা-একটি ভালো সিনেমাই হবে। এই সিনেমার পুরো ইউনিটই আন্তরিকভাবে কাজ করে সিনেমাটির কাজ শেষ করে দর্শককে উপহার দিবে। বাকিটা সময়ই বলে দিবে।’

সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমীর সঙ্গে জুটি বাঁধবেন বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল। এর আগে তাদেরকে একসঙ্গে পর্দায় দেখেনি দর্শক। রুবেল-মৌসুমীর পাশাপাশি আরও দেখা যাবে নানা প্রজন্মের পরিচিত অনেক প্রিয়মুখ।

তবে ‘অন্নপূর্ণা’র আগে অন্য আরেকটি সিনেমার কাজ করবেন বলে জানিয়েছেন মৌসুমী। তিনি বলেন, ‘আগামী মাসের শুরু থেকেই ‘মাতৃত্ব’খ্যাত পরিচালক জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার কাজ শুরু করবো। এই সিনেমার পরপরই ‘অন্নপূর্ণা’র কাজ শুরু করবো।’

প্রসঙ্গত, এর আগে আশুতোষ সুজন ‘আমার বাবা’ নামের একটি সিনেমার নির্মাণ কাজ শুরু করেছিলেন। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের প্রযোজনায় ছবিটি নির্মিত হওয়ার কথা ছিলো। সেই সিনেমাতেও চুক্তিবদ্ধ ছিলেন মৌসুমী। তবে অর্থনৈতিক জটিলতায় ছবিটির কাজ আর শেষ হয়নি।

  • শেয়ার করুন