২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:৩১

শিরোনাম

ইয়াস পরবর্তী চার মাস কেটে গেলেও লোনা পানি মুক্ত হয়নি কয়রার দশহালিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

 

রবিউল ইসলাম, কয়রা, খুলনাঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের বেড়িবাধ ঘুর্ণিঝড় ইয়াসের আঘাতে ভেঙ্গে লোকালয়ে লোনাপানি প্রবেশ করে তলিয়ে যায় কয়েকটি গ্রাম। ক্ষতি হয় হাজার হাজার একর জমির ফসল, মৎসঘের বসতবাড়ির। রিংবাধের মাধ্যমে অন্য এলাকার পানি আটকানো গেলেও দশহালিয়া গ্রাম থেকে যায় রিংবাধের বাইরে। প্রায় ২ মাস পরে টেন্ডারের মাধ্যমে মূলবাধে মাটি চাপান দিয়ে বাধ আটকালেও টিকিয়ে রাখা সম্ভব হয়নি। রাতে প্রবল জোয়ারের পানির চাপে আবার ভেঙ্গে যায়। সেই থেকে অদ্যবদি চার মাস কেটে গেলেও এখনো পর্যন্ত বেড়িবাধ বাধা সম্ভাব হইনি।

দশহালিয়া গ্রামের প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদ জানান দীর্ঘদিন পানি বন্দী থাকার কারনে পেটের পিড়াসহ বিভিন্ন ধরনের অসুখ দেখা দিচ্ছে, এছাড়া মহিলাদের গোসল ও টয়লেট করতে খুব সমস্যা হচ্ছে।

এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের এস ও মোঃ মোসিউল আবেদীন উপকূল বার্তাকে বলেন গত দুইমাস আগে টেন্ডারের মাধ্যমে একজন ঠিকাদার কাজ সম্পন্ন করেছিল কিন্তু সেটি টিকিয়ে রাখা সম্ভাব হইনি, আবারও টেন্ডার দেওয়া হয়েছে, ঠিকাদার কাজের পাশে মালামাল নিয়ে গেছে, গোন চলে আসায় বিলম্ব হচ্ছে আশাকরছি দুইএক দিনের মধ্যে বাধের কাজ শুরু হবে।

  • শেয়ার করুন