কয়রা(খুলনা)প্রতিনিধি: পুলিশি সেবা সহজীকরণ ও ডিজিটালাইজেশনের অংশ হিসেবে খুলনা ও বরিশাল বিভাগের সকল থানায় গত ২১ জুলাই থেকে অনলাইন জিডি সেবা কার্যক্রম চালু হয়েছে। তারই অংশ হিসেবে কয়রা থানায় গতকাল মাসিক আইনশৃঙ্খলা মিটিংএ অনলাইনে জিডি (সাধারণ ডায়েরী) সেবা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে। এ সেবার মাধ্যমে স্থানীয় নাগরিকরা এখন থেকে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সাধারণ ডায়েরি করতে পারবেন।
অনলাইন জিডি সেবা কার্যক্রমে মানুষের সময় ও খরচ সাশ্রয়ী হবে । মানুষকে পুলিশের সেবার আরও কাছাকাছি নিয়ে যেতে এ যগান্তকারী পদক্ষেপ । হারানো মোবাইল, পরিচয়পত্র , চুরি বা সাধারণ অভিযোগ এখন ঘরে বসেই অনলাইনেই করা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জি এম মাওলা বক্স প্রমুখ।
কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনলাইন জিডি সেবা সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি ধাপ। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। আগে শুধু হারানো জিডি করা যেত। এখন নিখোঁজ ব্যক্তিসংক্রান্ত তথ্যসহ মোট ২৯ট
ধরনের অপরাধের বিষয়ে অনলাইন জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।