২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৩৬

কয়রায় জাতি বৈচিত্র্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে জাতি বৈচিত্র্য দিবস পালন উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী-আদিবাসীদের সম্পৃক্ত করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সুন্দরবন আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি  বলাই কুঞ্চ মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের লোকজন সহ আদিবাসী সদস্যরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন