২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:০৮

কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরে এ উপলক্ষে র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, সমবায়ী মোঃ জুয়েল পারভেজ, সাগরিকা সরকার, মোহসেনা খাতুন, সুমিত্রা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন