২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:৪৯

কয়রায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে র‍্যালী শেষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির উদ্যোগে কমনওয়েলথ অফ প্লানিং এর অর্থায়নে ও বেটার ফিউচার ফর উইমেনের সহযোগিতায় এ সচেতনতামুলক সভায় প্রকল্পের সুফলভোগী নারী সদস্যরা অংশ গ্রহন করেন। গতকাল ৯ ডিসেম্বর
সকাল ১০ টায় কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির অফিসের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি সুমিত্রা রানী মুন্ডার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেটার
ফিউচার ফর উইমেনের স্থানীয় সমন্বয়কারী মোঃ রাশিদুল ইসলাম, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুস্মিতা মুন্ডা, কোষাধ্যক্ষ
কল্যানী মুন্ডা, সদস্য শিফালী মুন্ডা, সন্ধ্যা রানী মুন্ডা, শৈব্যা রানী মুন্ডা, ইন্দারা রানী মুন্ডা প্রমুখ।

অনুষ্ঠানে সভার সভাপতি সুমিত্রা মুন্ডা বলেন, প্রকল্পের মাধ্যমে ৩শ নারী সদস্যদের বিভিন্ন প্রশিক্ষন দেওয়া হবে। এর মধ্যে কম্পিউটার প্রশিক্ষনের পাশাপাশি অনলাইন কোর্সের মাধ্যমে গাভী পালন, হাস মুরগী, ছাগল পালন, সবজি চাষ, মাছ চাষ, ধান চাষ বিষয়ে প্রশিক্ষন গ্রহন করে নারী সদস্যরা স্বাবলম্বী হবে।

  • শেয়ার করুন