প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫
কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানির সংকট নিরসনে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কয়রা মানবকল্যাণ ইউনিট কার্যালয়ে এই সভা আয়োজন করে বেসরকারি সংস্থা উত্তরণ, যার নেপথ্যে ছিল হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেটর বাংলাদেশ। সভায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও পানি কমিটির সদস্যরা অংশ নেন এবং সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পানি কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন উত্তরণের ‘এক্সসেস’ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল মণ্ডল। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় কয়রার মানুষ মারাত্মক পানি সংকটে ভুগছে। এই সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।
সভায় বক্তারা কয়রার সুপেয় পানির উৎসগুলো সংরক্ষণ, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাংবাদিক মো. রিয়াজাদ আলী, মোঃ কামাল হোসেন, শিক্ষক এস এম এ রউফ , মোঃ গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান লিটন প্রমুখ। এছাড়া, সমাজসেবক আনোয়ার হোসেন, গাজী সিরাজুল ইসলাম, ডা. নুর ইসলাম খোকন এবং ইউপি সদস্য মহষিষ সরদার, মোল্লা মনিরুজ্জামান ও চঞ্চল মণ্ডলেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
বক্তারা বলেন, পানি সংকট এখন শুধু একটি সমস্যা নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই, এই অঞ্চলে টেকসই পানিব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এই সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কার্যকর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ কার্যক্রমে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।