২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:৩৬

কয়রায় বসত বাড়ী দখলকে কেন্দ্র করে গৃহবধুকে মারপিট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় বসতবাড়ি জোরপুর্বক দখল করে নেওয়ার প্রতিবাদ করলে বেধড়ক মারপিট করে স্বরসতী নামের এক গৃহবধুকে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়দের সহযোগিতায় তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা স্বাস্থ্য কমপ্লেেেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার সর্ব দক্ষিনের জনপদ দক্ষিন বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামের পল্লীতে। আহত গৃহবধুর বড় ভাই দিপংকার মন্ডল জানায়, তার প্রতিবন্ধি দুলা ভাই হরিদাস মন্ডল দির্ঘ ৭০ বছর ধরে চোরামুখা গ্রামে ২ বিঘা ৫ কাটা জমিতে ঘরবাড়ি তৈরি সহ মাছ চাষ করে শান্তিতে বসবাস করে আসছে। সম্প্রতি ঐ জমিতে
পার্শ্ববতি মেদের চর গ্রামের অরবিন্দ গংরা ডিসিআর মুলে জায়গা দাবি করে। বিষয়টি নিয়ে স্থাানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের মাধ্যমে হরিদাস মন্ডল সুষ্ঠু সমাধানের আশ্বাস প্রদান করেন। তার পরেও তারা তাতে সম্মতি প্রদান না করে গতকাল ১৫ ফেব্রুয়ারী সকাল ৯ টাার দিকে অরবিন্দ মন্ডলের পুত্র পুলিন, অলোকেস, অরুপ সহ আরও ২/৩ জন বসতবাড়ি দখল করতে যায়। এতে হরিদাস মন্ডলের স্ত্রী স্বরসতী মন্ডল বাধা দিলে তাকে কোদালের
আছাড় দিয়ে বেদড়ক মারপিট করে আহত করে। এতে করে স্বরসতী মন্ডলের ডান হাত ভেঙ্গে যায়।

বর্তমানে স্বরসতী মন্ডল কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, আহত স্বরসতী মন্ডলকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • শেয়ার করুন