২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:৩১

কয়রায় ১৫০ কেজি হরিণের মাংস সহ দুই নৌকা আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফঁাদ সহ ২
টি নৌকা উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে।

অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুিজবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • শেয়ার করুন