প্রকাশিত: জুলাই ১৪, ২০২১
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বিনামুল্যে সেবা দিচ্ছে মরিয়ম ফাউন্ডেশন। জানা গেছে, মানুষের সেবায় মরিয়ম ফাউন্ডেশন করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বিনা মূল্যে অক্সিজেন প্রদান, এবং তাদের বাড়ি যেয়ে চিকিৎসা সেবা প্রদান ও অনলাইনে কোভিট -১৯ টিকার জন্য ফ্রি নিবন্ধন করে দিচ্ছে।
জানতে চাইলে মরিয়ম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা অধ্যপক শেখ আবু সাইদ বলেন, নিজ ছোট ভাই করোনায় আক্রান্ত হলে অক্সিজের যে সংকট অনুভব করেছি সে উপলব্ধি থেকে বিনা মুল্যে সেবা প্রধানের জন্য আমার মায়ের নামে মরিয়ম ফাউন্ডেশন প্রতিষ্টা করেছি। ফাউন্ডেশনের উপদেষ্টা স ম নজরুল ইসলাম বলেন, মরিয়ম ফাউন্ডেশন আত্মমান বতার সেবায় কাজ করে যাচ্ছে। যা প্রশংসার দাবী রাখে।