প্রকাশিত: মার্চ ৮, ২০২২
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতাথ“টেকশই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য
এই প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা
কর্মসুচী প্রকল্প সহযোগিতা করেন। দিবসটি পালন উপলক্ষে গতকাল ৮ মার্চ সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। এতে আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,
নির্বাচন অফিসার মোঃ হযরত আলী,যুব উন্নয়ন অফিসার আবু বক্কার মোল্যা, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্রধান শিক্ষক খায়রুল আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা
কর্মসুচী প্রকল্পের তুষার কান্তি দাস, সুশীলনের আব্দুর রহিম, ওয়ার্ল্ড ভিশনের মনতোষ কুমার মধু, সিএনআরএসের সরোয়ার হোসেন প্রমুখ।