২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:১৭

কয়রায় উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকার মানউন্নয়নে প্রশিক্ষন

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় জিসিএি প্রকল্পের
উদ্যোগে গত ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী জীবিকার উপর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা পরিষদ মিলনাযতনে উপকূলীয়
জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ
সরকার ও গ্রীন ক্লাইমেট ফান্ড এর যৌথ অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহায়তায় খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহজ্ব এস,এম শফিকুল ইসলাম। এ
সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, কৃষি প্রশিক্ষণ ইন্সিটিউট খুলনার অধ্যক্ষ এস এম ফেরদৌস, সিনিয়র কৃষি বিপনন অফিসার
শাহরিয়ার আকুঞ্জী সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রানী সম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপির জিসিএ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত বেসরকারী সংস্থা সিএনআরএস এর
প্রতিনিধিবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। জিসিএ প্রকল্প
জলবায়ু অভিযোজিত জীবিকার মাধ্যমে উপকূলীয় সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি করবে।

জলবায়ু অভিযোজিত জীবিকার মধ্যে রয়েছে বসত বাড়িতে সবজী চাষ, কাঁকড়া চাষ, কাঁকড়া নার্সারি, অ্যাকোয়া-জিওপনিকস, হাইড্রোপনিকস, উদ্ভিদ
নার্সারি, তিল চাষ এবং কাঁকড়া ও মাছের খাদ্য প্রক্রিয়াজাতকরণ। প্রতিটি গোষ্ঠীকে ৮টি জীবিকার বিকল্পের মধ্যে ৩ টিতে প্রশিক্ষণ দেওযা হবে। তিনটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে জলবায়ু সহিষ্ণু জীবিকায় নারী জীবিকা দলের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা। জিসিএ নারী জীবিকা দলের জীবিকা উন্নত করার জন্য পেশাদার দক্ষতা বৃদ্ধি করা। উপকূলীয় সম্প্রদায়ের অভিযোজিত ক্ষমতা উন্নত করা এবং বিভিন্ন জীবিকা বিকল্প থেকে নেতিবাচক কর্মসংস্থান প্রযুক্তি হ্রাস করা।

  • শেয়ার করুন